Virtual English Speaking Club (Weekly)

সাপ্তাহিক সেশনগুলো অনলাইনের মাধ্যমে সম্পাদন করা হবে। রেজিস্ট্রেশন চলছে।
পরবর্তী সেশন ৭ সেপ্টেম্বর। 
রেজিস্ট্রেশন লিঙ্ক : https://forms.gle/NfebzHGaDc7cx5qN9 

তারিখঃ আগস্ট ৩১, সেপ্টেম্বর ৭, ১৪,২১,২৮ 
সময়ঃ বিকাল ৪ টা থেকে ৫.৩০ মিনিট 

ইংরেজিতে সাবলীল্ভাবে কথা বলতে এবং অনুশীলন করতে সেমিনারে যোগ দিন।  

২০২০ পরবর্তী সময়ে আপনার কী কী জানা দরকার? বিশ্ব অর্থনৈতিক ফোরাম বাংলাদেশের প্রেক্ষাপটে মহামারী-পরবর্তী যুগে প্রয়োজনীয় আটটি সফট ক্লিলের কথা উল্লেখযোগ্য। সেগুলোর সারমর্ম লাইভ সেশনগুলোতে পাওয়া যাবে।
নিম্নে আগত সেশনগুলোর বিষয়বস্তু উল্লেখ করা হয়েছে।

o Aug 31 - Session 3: Creativity and innovation (Already Finished)
o Sep 7 - Session 4: Critical thinking
o Sep 14 - Session 5: Communication and Analytical ability
o Sep 21 - Session 6: Tech savviness
o Sep 28 - Session 7: Commitment to a lifelong learning

এটি একটি ক্রিয়াকলাপ ভিত্তিক অধিবেশন, যেখানে শিক্ষার্থীরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করবে যা ইংরাজী বলতে বা বিভিন্ন মিনি কুইজে বা পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় অংশ নিতে সহায়তা করবে ।
হাই স্কুল (গ্রেড IX-X), কলেজ, স্নাতক এবং স্নাতক শিক্ষার্থীরা এই ইভেন্টে যোগ দিতে পারবেন। এই ইভেন্টে অংশগ্রহণের জন্য কোন ফি বা সদস্যতার প্রয়োজন নেই।

এটি সবার জন্য উন্মুক্ত এবং ফ্রি। 

আবেদনের সময়সীমা: প্রতি সপ্তাহের সেশনের 24 ঘন্টা আগে রেজিস্ট্রেশন করতে হবে। প্রতিটি সেশনের 24 ঘন্টা আগে আবেদনকারীর কাছে জুম লিঙ্কটি প্রেরণ করা হবে।

#EMKCenter #EducationUSA