ভিডিওগ্রাফি কর্মশালায় অংশ নিয়ে দক্ষতা বাড়ান!


প্রথম আলো বন্ধুসভা আয়োজিত ভিডিওগ্রাফি কর্মশালা । 
উল্লেখ্য যে কর্মশালাটি সম্পূর্ণ উন্মুক্ত। যে কেউ ভিডিও কনফারেন্সিং অ্যাপ/সফটওয়্যার জুমের মাধ্যমে উক্ত কর্মশালায় অংশগ্রহণ করতে পারবে। 
বেসিক অব মোবাইল ভিডিওগ্রাফি এবং স্টোরিটেলিং বিষয়ের উপর কর্মশালাটি কন্ডাক্ট করবেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর মিডিয়া স্টাডিজ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক প্রশিক্ষক: ড. জামিল খান।
নিজের ভিডিওগ্রাফির দক্ষতা বাড়াতে 
প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিন। কৌতুহলী মনের সব প্রশ্নের উত্তর পাবেন দেশ সেরা শিক্ষকদের অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মাধ্যমে। 


তারিখঃ ১২ আগস্ট ২০২০ ইং
সময় ঃ রাত ৮ঃ৩০ মিনিট (জিএমটি+৬) 

মিটিং আইডিঃ 
873 1732 6158 
পাসওয়ার্ডঃ 
123456
লিংকঃ https://us02web.zoom.us/j/87317326158

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে প্রথম আলো বন্ধুসভা

0 Comments