Alpona Gram-Plastic Paint. Nachole, Chapainawabganj.


ছোট্ট একটি গ্রাম নাম তার টিকইল। ইতিমধ্যেই গ্রামটির শৈল্পিক নিদর্শন দেশজুড়ে খ্যাতি অর্জন করেছে। আলপনা গ্রাম হিসেবে সুপরিচিত এই গ্রামটি 
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ছোট্ট একটি গ্রাম।
গ্রামের আলপনার মূল কারিগর হচ্ছেন গ্রামের গৃহিণী আর মেয়েরা। বংশ পরম্পরায় তারা ঐতিহ্যকে টিকিয়ে রেখেছেন। তুলির আঁচড় গ্রামটির বাড়িগুলো বাইরে এবং ভেতরে স্থান পেয়েছে আসছে। 

এবার সেই তুলির আঁচড়ের শৈল্পিক স্পর্শ স্থান করে নিয়েছে শিল্পির ক্যানভাসে। প্লাস্টিক পেইন্ট মাধ্যমে ছবিগুলো এঁকেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাসুদ রানা রাসেল।  তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন ছবি এঁকে আসছেন। তারই ধারাবাহিকতায় নাচোলের এই গ্রমের ছবি দেখে অভিভূত হয়ে এই উদ্যোগ নেন।
আঁকার পরে তিনি তার ফেসবুক ওয়ালে পোস্ট করেন। 
উল্লেখ্য তিনি 'রঙ মহল' নামে এক ফেসবুক পেজে তার শিল্পকর্মগুলো প্রকাশ করে থাকেন। 




 

0 Comments