আপনি হয়তো ছাব্বিশ কিংবা ষাট। নারী বা পুরুষ। সাহিত্যের নিবিষ্ট পাঠক। বাংলা সাহিত্য ও বিশ্বসাহিত্যের গল্প -উপন্যাস পড়তে পড়তে নিজেও লেখার কথা ভাবেন। আপনার জীবনের বা আশপাশের ঘটনা আপনাকে তাড়িত করে। এমন সব লেখককেই খুঁজছি আমরা। পাঠকের কাছে আপনার লেখা পৌঁছে দিতে আমরা প্রস্তুত। 💓

.
পাঠককে মুগ্ধ করবে, রহস্যে-রোমাঞ্চে আপ্লুত করবে এমন একটি গল্প, আপনার নাম ও ফোন নম্বরসহ ইমেইল করুন 💌 story@adarsha.com.bd ঠিকানায়।
.
■ আগামী ১৬ ডিসেম্বর আদর্শ ও রকমারির ফেসবুক পেইজে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
■ সেরা তিন বিজয়ী পাবেন আদর্শ’র ১০০০০, ৫০০০ ও ৩০০০ টাকার বই এবং নির্বাচিত প্রত্যেক গল্পকার পাবেন ১০০০ টাকার বই। 💝
■ ২০২১ সালের অমর একুশে বইমেলায় নির্বাচিত গল্পগুলো নিয়ে বই প্রকাশ করবে আদর্শ।
■ নির্বাচিত লেখকগণ একাধিক কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পাবেন। 😲
🎯 লক্ষ্য করুন: একজন প্রতিযোগী যেকোনো বিষয়ের উপর যেকোনো শব্দসংখ্যার কেবলমাত্র ১টি গল্পই পাঠাতে পারবেন। গল্পটি বই ছাড়া অন্য কোথাও প্রকাশিত হলেও সমস্যা নেই। প্রতিযোগিতাটি নবীন-প্রবীণ সব লেখকদের জন্য উন্মুক্ত তবে প্রতিযোগীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৫ বছর।
.
* প্রতিযোগিতার বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। 🙏
■ আদর্শ’র facebook এ মূল পোস্ট:  https://www.facebook.com/AdarshaFb/posts/3406870959428114
■ রকমারি’র facebook এ মূল পোস্ট: https://www.facebook.com/rokomari/posts/3084927311609188 



*পোস্টটি আদর্শের ফেসবুক পেজ থেকে গৃহীত