আমাদের জীবনে, স্কুলে, কলেজে এবং ব্যবসায় আমরা প্রায়শই মানুষের সামনে আমাদের চিন্তাভাবনা এবং ধারণা উপস্থাপনের মুখোমুখি হই। আপনি যদি উদ্যোক্তা হয়ে থাকেন আশ্চর্যজনক ধারণাকে ক্লায়েন্টের  সামনে উপস্থাপণের প্রয়োজন আছে। ক্লাসে সবার সামনে একটি গুরুত্বপূর্ণ তুলে ধরতে ভালো  উপস্থাপনার বিকল্প নাই। একজন শিক্ষার্থী বা একাধিক শিক্ষার্থীদের মনমুগ্ধ করার জন্য একজন শিক্ষককে ভালো উপস্থাপক হতে হয়। আপনি জানেন যে মানুষের সামনে কথা বলা কঠিন হতে পারে সেহেতু কথা বলার টেকনিক রপ্ত করতে হবে। প্রায়শই, একটি ভাল কনসেপ্টের বার্তা কারো কাছে পৌঁছাতে ব্যর্থ হতে পারেন আপনি যদিনা সেটা ভালোভাবে উপস্থাপন করতে না পারেন। 

তাই উপস্থাপ্পনার কলাকৌশল বিষয়ক একটি কোর্স আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। এই কোর্সটি শেষ করার পরে, আপনি আপনার ধারণাগুলি এবং বক্তৃতা শ্রোতার কাছে স্মরণীয়ভাবে সরবরাহ করতে পারবেন। আপনি যদি শিক্ষানবিশ হন তবে এই কোর্সটি আপনাকে জনসাধারণের সাথে কথা বলার মৌলিক বিষয়গুলিতে দ্রুত আয়ত্ত করতে সহায়তা করবে। আপনি যদি একজন পাকা স্পিকার হন তবে জনসাধারণের বক্তৃতা আরও ভালভাবে বুঝতে এবং আপনাকে পরবর্তী স্তরে নিয়ে যেতে সাহায্য করবে।

 তাই দেরী না করে ২২ মিনিটের কোর্সটি করে ফেলুন।  কোর্স লিংকঃ  https://x.bylc.org/slides/the-art-of-public-speaking-25 (ক্লিক করুন)
লিংকে গিয়ে প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে ইমেইলে কনফার্মেশন মেইল যাবে। সেটা কনফার্ম করতে হবে। তারপর "জয়েন কোর্স" নামক একটা বাটন পাবেন। সেই বাটনে ক্লিক করলেই কোর্সে এন্রোল হয়ে যাবেন। 
ধারাবাহিকভাবে নিম্নোক্ত টপিকের ভিডিও দেখতে হবে। তারপর ফাইনাল স্টেপে একটা অ্যাসেসমেন্ট  দিলে সার্টিফিকেট পাবেন। 

  • Introduction to the Course
  • How Loud Should You Speak?
  • Say It Once, Say It Right
  • Keep Your Audience Engaged by Varying Your Volume and Pace
  • Communicate Your Emotion through Facial Expression
  • How to Make Eye Contact
  • How to Use Your Hand Gesture
  • Do Not Forget to Stand Straight
  • Grab Attention till the End