গ্রীণ বিল্ডিং ইতিবাচক প্রভাবে উত্সাহ দেয় এবং বছরের পর বছর পরিবেশের নেতিবাচকতার প্রশমন ঘটায়। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, মানব স্বাস্থ্য ও সুস্বাস্থ্য, শক্তি ও জল সংরক্ষণ, জীববৈচিত্র্য এবং বাস্তুতন্ত্র, উপাদান সম্পদ চক্র, সবুজ অর্থনীতি, সামাজিক ন্যায়বিচার হলো এলইইডি'র লক্ষ্য ।

গ্রীণ বিল্ডিং ও এলইইডি'র মূল ধারণা, রেটিং সিস্টেম  এবং সাধারণ আলোচনার আয়োজন করা হয়েছে

তারিখঃ ১৭/০৯/২০২০ ইং
সময়ঃ বিকাল ০৩ঃ০০ টা থেকে ০৫ঃ০০ টা পর্যন্ত

আলোচকঃ ইঞ্জিনিয়ার মোঃ শাহজাহান আলম,
বিএসসি ইঞ্জি (মেকানিক্যাল/বুয়েট); এমবিএ, এফআইইবি, এলইইডি গ্রীণ অ্যাসোসিয়েট ও
ম্যানেজিং ডিরেক্টর, ট্রাইঅ্যাঙ্গেল ইঞ্জিনিয়ারস লিমিটেড।

রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন  Register Now


(*LEED= Leadership in Energy and Environmental Design)
source: Engineershop BD