বহু দিন ধ'রে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু।​ দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিষের উপরে একটি শিশিরবিন্দু।

রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটা তো আমরা সবাই জানি। ছোটবেলায় সত্যজিৎ রায় শান্তিনিকেতনে গেলে রবীঠাকুর এই কবিতাটা লিখে সত্যজিৎ রায়কে দিয়ে বলেন এই কবিতাটার তাৎপর্য উনি ( সত্যজিৎ রায়) আর একটু বড় হলে বুঝবেন।

এই কবিতাটার মানে কিন্তু এখন আমরাও জানি, কবি কি বুঝাতে চেয়েছেন। একবার ভেবে দেখুন তো আমাদের অবস্থাও ঠিক এমনই ছিলনা আগে??

বিদেশী যেকোন জিনিস আমাদের খুব পছন্দের। জামাকাপড়, চকোলেট, কসমেটিকস, হোম ডেকোর মানে আমাদের যা কিছু প্রয়োজনীয়, শৌখিন বিদেশি হলেই যেন আমরা খুশি। দেশী জিনিস নিয়ে ভাবতে শিখেছি কি আমরা?
সময় পেলেই নেটে ঘাটাঘাটি করে কি কি দেশী পন্য আছে আমাদের, কোন এলাকার কি পন্য, কোন টা বিলুপ্ত হল এসব নিয়েই পড়াশুনা করি কি কেউ?
একটু পড়াশোনা করলে খারাপ হয়না।