ব্র্যাক-আইটি প্রশিক্ষণ কেন্দ্র শিল্পপ্রতিষ্ঠানগুলিতে দক্ষ কর্মী নিয়োগের পরিষেবা প্রদানের জন্য সুপরিচিত। আওতাভুক্ত ও অধিকারী ব্যক্তিদের জন্য, তাদের জীবনের মানের ইতিবাচক পরিবর্তন আনার জন্য এবং বিভিন্ন সুযোগ তৈরি করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে ব্র্যাক।
তারই ধারাবাহিকতায় ব্র্যাক আইটি ট্রেনিং সেন্টার, ঢাকার আয়োজনে বিশেষ ফ্রি কোর্সের ব্যবস্থা করা হয়েছে।
প্রশিক্ষণ পরিচিতি সম্পর্কে জানা যায় ইভেন্ট থেকে । (নিম্নে প্রদেয়)
প্রশিক্ষণ পরিচিতি নিম্ন্রুপঃ-
1. বেসিক কম্পিউটার, হার্ডওয়্যার এবং সফটওয়্যার ইন্সটলেশন অ্যান্ড মেইনটেন্যান্স।2. মাইক্রোসফট ওয়ার্ড, ফাইল মেনু, হোম মেনু, ইনসার্ট মেনু, পেজ লেআউট, ডিজাইন মেনু, বাংলা ও ইংরেজি টাইপিং, প্রফেশনাল সিভি ডিজাইন, বিডি জব এবং চাকরি ডটকম অ্যাকাউন্ট খোলা।
3. মাইক্রোসফট এক্সেল, ফরমুলাস, রেজাল্ট সিট, কর্মচারি বেতন সিট, কমিশন সিট, ডাটা এন্ট্রি, রিপোর্ট ডিজাইন, ডাটাবেজ তৈরি ইত্যাদি।
4. মাইক্রোসফ্ট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন, অ্যানিমেশন, ভিডিও তৈরি, অডিও ও ভিডিও এডিট।
5. গুগল অ্যাপস, ই-মেইল তৈরি, ই-মেইল পাঠানো, গুগল ড্রাইভ, গুগল সিট, গুগল ডক ইত্যাদি।
6. অনলাইন মার্কেটপ্লেস সম্পর্কে ধারণা ও বিভিন্ন মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট করা। কোর্সের ধরণঃ অনলাইন তারিখঃ ২৭ আগস্ট ২০২০ ইং সময়ঃ রাত ৮টা
তাই, আর দেরী না করে আজই ফ্রি রেজিস্ট্রেশন করুনঃ রেজিস্ট্রেশন লিংকঃ https://forms.gle/M5trWL1oQ46c2mAt9
লিংকে গিয়ে আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেইল, বয়স, ঠিকানা, প্রিয় বিষয় ও আপনার মতামত নির্দিষ্ট জায়গায় লিখে সাবমিট করতে হবে। তাদের সাথে যোগাযোগের ঠিকানাঃ



0 Comments