রাবিতে আয়োজিত 'আরইউ ট্যালেন্ট হান্ট ২০২০' এর ফলাফল ঘোষণা


করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দীর্ঘ পাঁচ মাস থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বিগত মাসগুলোতে অনেক শিক্ষার্থী অলস সময় পার করেছে। স্থবীরতা কাটাতে সময়কে কাজে লাগানোর কথা ভেবে ইউনাইটেড ন্যশন্স ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ইউনিস্যাব) -রাজশাহী বিভাগ কর্তৃক "আরইউ ট্যালেন্ট হান্ট" প্রোগ্রাম আয়োজন করা হয়।

পাঁচটি ভিন্ন ভিন্ন সেগমেন্টে আয়োজিত প্রতিযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয় বর্ষের ৩৬১ জন শিক্ষার্থী অংশগ্রহন করে বলে জানিয়েছে ইউনিস্যাব।

১মাস ধরে চলা আয়োজনের ফলাফল শুক্রবার রাতে ফেইসবুক ইভেন্টের মাধ্যমে ঘোষণা করা হয়। মোট পাঁচটি সেগমেন্টে মোট ১৩ জনকে নির্বাচন করে ফলাফল ঘোষণা করা হয়। যাদের মধ্যে প্রো-গ্রাফিক্স ডিজাইনের বিজয়ী হলেন ফারহান তানভীর শোভন, প্রথম রানার্স আপ-আবদুর রহমান এলিট, দ্বিতীয় রানার্স আপ- আবিদ মো. সাফওয়ান। ইনোভেটিব পোস্টার ক্রিয়েশন এর বিজয়ী হলেন তাসনিম তাবাসসুম অন্তু। স্লাইড মেকিং কন্টেস্ট এর বিজয়ী হলেন দেওয়ান মাহমুদ আহমেদ, প্রথম রানার্স আপ- তামান্না তারিন প্রাপ্তি, দ্বিতীয় রানার্স আপ- মো. হিমুল। আর ইউ এনালিস্ট এর বিজয়ী হলেন জাকিয়া সুলতানা বৃষ্টি, প্রথম রানার্স আপ- রাইহানা সুলতানা রহিমা, দ্বিতীয় রানার্স আপ –উম্মে সালসাবিল সারা। কুইজ এর বিজয়ী হলেন আনিক কুমার, প্রথম রানার্স আপ- মেফতাউল জান্নাত স্বপ্নিল, দ্বিতীয় রানার্স আপ- হুমায়ুন কবির সজীব।
বিজয়ী ও রানার্স আপ সকলকে সনদপত্র প্রদানের পাশাপাশি সকলের জন্য বিশেষ পুরস্কার হিসেবে থাকছে অনলাইন লার্নিং প্লাটফর্ম বহুব্রীহির যেকোনো প্রিমিয়াম কোর্স বিনামূল্যে এনরোল করার সুযোগ।
উল্লেখ্য, আরইউ অ্যানালিস্টে ফায়েজ আহমেদ, স্লাইড মেকিং কনটেস্টের মেহেদী হাসান, ইনোভেটিভ পোস্টার ডিজাইনে এটিএম শাহেদ পারভেজ, প্রো গ্রাফিক ডিজাইনে এম মহিবুর রহমান রাজন সম্মানিত বিচারক হিসেবে বিজয়ীদের নাম নির্ধারণ করেন। প্রতিযোগিতায় আইটি পার্টনার হিসেবে ছিলো জব কুইজ অ্যাপ এবং ই-লার্নিং পার্টনার হিসেবে ছিলো বহুব্রীহি।

0 Comments