রাবির নবীন শিক্ষার্থীদের জন্য আরইউডিএফের -দ্য ফ্রেশার ডেমাগগ ১.০


করোনার প্রকোপে পৃথিবী থমকে আছে সেই কবে থেকেই। আমরাও চেষ্টা করেছি পা দুটোকে কিছুটা স্তিমিত করার, তবে আমাদের কথা কি থেমে আছে?

না, তা ছুটে চলেছে আপন গতিতেই! কিন্তু কথাগুলো শূন্যে হারিয়ে যাচ্ছে না তো...? কেউ কথা না রাখলেও আমরা কথা রাখবো। আপনার কথাগুলোকে শূন্যে হারিয়ে যেতে দেবো না। আমরা শুনবো নবীন স্বরের প্রত্যেকটি আহবানকে, গল্প গুলোকে।

আর তাই, রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরাম নিয়ে এসেছে এমন এক প্লাটফর্ম যেখানে আপনার বলা কথাগুলোর মূল্যয়ন হবে। আমরা নবীনদের উন্মুক্ত বক্তৃতার প্রতিভাকে বিকশিত করতে চাই। আপনি ঠিক এই প্রতিভাকে কাজে লাগিয়ে জিতে নিতে পারেন প্রাইজমানি সহ আকর্ষণীয় পুরস্কার।

হ্যাঁ, ১৬ ই আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরামের উদ্যোগে আয়োজিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবীনদের নিয়ে 'The Fresher Demagogue 1.0'.
এতে অংশগ্রহণ করতে পারবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সকল শিক্ষার্থী। নিচে উল্লিখিত পাঁচটি বিষয়ের যেকোন একটির ওপর বক্তৃতা রেকর্ড করে সেই ভিডিও পোস্ট করতে হবে এই ইভেন্টে। তারা সর্বোচ্চ সময় পাবে ৩ মিনিট (নিজের পরিচয় দেবার জন্য অতিরিক্ত সময় পাবে ১৫ সেকেন্ড)। ইভেন্টটি চলবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত। অতঃপর ২৫-৩০ আগস্টের মধ্যে বিবেচনা শেষে ৩ জন বিজয়ীর জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। তাছাড়া সকল অংশগ্রহণকারীদের জন্য থাকছে পার্টিসিপেশন সার্টিফিকেট।

টপিকগুলো হলোঃ
১৷ একজন বঙ্গবন্ধু ও স্বাধীন বাংলাদেশ।
২। কোভিড-১৯ ও বিশ্ব অর্থনীতি।
৩। তাঁর কথা কেউ বলে না...
৪। দুর্নীতি ও প্রতারণা ; আমাদের করণীয়।
৫। তথ্য প্রযুক্তির উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশ।

ইভেন্ট ডিটেইলসঃ
১। এতে অংশগ্রহণ করতে পারবে কেবল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের নবীন শিক্ষার্থীরা।
২। ভিডিও সংগ্রহ করা হবে ১৬-২৫ আগস্ট পর্যন্ত, অতঃপর ২৫-৩০ আগস্টের মধ্যে বিবেচনা শেষে ৩১ আগস্টে ফলাফল প্রকাশিত হবে। প্রথম তিনজন বিজয়ী পাবে যথাক্রমে ৫০০, ৩০০ ও ২০০ টাকার প্রাইজমানি! তাছাড়া, সকলের জন্য পার্টিসিপেশন সার্টিফিকেট তো থাকছেই!
৩। প্রতিযোগীদের উপরে উল্লিখিত যেকোন একটি বিষয়ের ওপর ৩ মিনিটের একটি ভিডিও ইভেন্টে আপলোড করতে হবে। (এক্ষেত্রে কারো যদি ভিডিও আপলোড করতে অসুবিধা হয়, সেক্ষেত্রে কনভেনর এর সাথে যোগাযোগ করে তার অডিও বা ভিডিও ক্লিপটি দিয়ে দিলে তার ভিডিও ইভেন্টে তাকে ট্যাগ করে আপলোড করে দেওয়া হবে।)
৪। একজন প্রতিযোগী একবারই ভিডিও আপলোড করতে পারবে।
৫। পোস্ট করার সময় এভাবে ক্যাপশন দিতে হবে,
#RUDF_The_Fresher_Demagogue_1.0
#Break_The_Silence
নাম
ডিপার্টমেন্ট
বক্তব্যের টপিক
৬। ভিডিও আপলোড করার সময় সেটার অডিয়েন্স পাবলিক করে রাখতে হবে যাতে যে কেউ রিয়েক্ট, কমেন্ট, শেয়ার করতে পারে।
৭। ইভেন্টের পোস্টটি নিজের ওয়ালসহ যেখানে যেখানে সম্ভব পোস্ট করতে হবে কেননা জাজমেন্ট এর ৩০% নাম্বার থাকবে রিএক্ট, কমেন্ট ও শেয়ারের ওপর ও বাকি ৭০% প্রতিযোগীদের টপিক নির্ধারণ, তার ওপর তাদের ডেলিভারি, তাদের ফ্লুয়েন্সি, শব্দচয়ন এগুলোর ওপর নির্ভর করবে, অতঃপর এই দুই ক্যাটাগরির মার্কিং মিলিয়ে ফলাফল নির্ধারিত হবে।

তাহলে আর দেরি কেন? শুরু হোক কথার মিছিল!

যেকোনো প্রয়োজনে,
কনভেনরঃ Kamrul Hasan Sajeeb 01879633740 ও
Asik Faisal Ahammed 01965430448

(উপরি উল্লেখিত লেখা আরইউডিএফ এর ইভেন্ট থেকে প্রাপ্ত) ইভেন্টে যেতে ক্লিক করুন

0 Comments