ভ্যানে করে মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিক্রি!



নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রির ঘটনা শহর বা গ্রামে নিশ্চই দেখে থাকবেন। উদ্ভুত করোনা ভাইরাস পরিস্থিতিতে দোকান-পাট সব বন্ধ। করোনা সংকটে নিজেকে ও নিজের পরিবারের সদস্যদের নিরাপত্তার ক্ষেত্রে মাস্ক, হ্যান্ড গ্লাভসই এখন প্রয়োজনের তালিকায় অন্যতম।
ঠিক এই সুযোগে ভ্যানে করে মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিক্রির ঘটনা চোখে পড়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৫ নং ওয়ার্ডের পিটিআই বস্তির পাশে পিটিআই মোড়ে। 
জানতে চাইলে মো: সেলিম আহমেদ নামে একজন জানান যে, বর্তমানে করোনা ভাইরাসের কারনে জনমুখে এবং ডাক্তারের মুখে শুনে মাস্ক ব্যবহার করতে আগ্রহী তিনি। ২৫ থেকে ৫০ টাকার মাস্ক এবং ৪০ থেকে ৫০ টাকা মূল্যের হ্যান্ড গ্লাভসে করোনা ভাইরাস থেকে কতটুকু নিরাপদ থাকা যাবে তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন। তার কথায় সবাই ব্যবহার করছে তাই আমিও ব্যবহার করবো এই কথাটি বেশি প্রকাশমান ছিল।
এদিকে ভ্যানে করে মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিক্রয়ের কারণ কী প্রশ্নের উত্তরে বিক্রেতা মো: রিদয় বলেন, করোনা ভাইরাসের কারণে অন্যান্য উপার্জনের পথ বন্ধ তাই এটিকেই তিনি সাময়িক পেশা হিসেবে বেছে নিয়েছেন। পাইকারী মূল্যে এসব কিনে তিনি বিভিন্ন স্থানে বিক্রি করছেন গত কয়েকদিন যাবৎ।
উলে­খ্য যে, তিনি মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিক্রি করছেন কিন্তু তার মুখে মাস্ক এবং হাতে কোন হ্যান্ড গ্লাভস ছিলো না। কারণ জানতে চাইলে একটু আগে খুলে রাখার কথা বলে একটি মাস্ক পড়ে সেখান থেকে অন্যত্র চলে যান সেই বালক।


0 Comments