গনিত উৎসব ২০২০- কীভাবে রেজিষ্ট্রেশন করবেন? জেনে নিন।


১৮ তম গনিত উৎসব ২০২০ এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে ১০ জানুয়ারি, চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।  
এবার অনলাইনে রেজিস্ট্রেশন প্রকৃয়া সম্পন্ন করতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশন করতে online.matholympiad.org.bd অথবা www.matholympiad.org.bd লিংকে যেতে হবে। 
আসুন দেখে নেয়া যাক।  কিভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন।  
স্টেপ ১:
online.matholympiad.org.bd তে প্রবেশ করলে নিম্নোক্ত ছবির মত দেখতে পাবেন। সেখান থেকে Register বাটনে ক্লিক করবেন। 
স্টেপ ২:
তারপর ২য় পাতায় গিয়ে নিয়মাবলি পড়বেন।  নিয়মাবলি পড়ার পর নিয়মগুলো পড়েছি এবং আমি সম্মত বাটনে ক্লিক করবেন।  

স্টেপ ৩: 
 দুই নম্বর স্টেপ পার হলে একটা বড় পাতা পাবেন। যেখানে একাউন্ট খোলার জন্য আপনার তথ্য প্রয়োজন হবে। 
সেখানে পর্যায়ক্রমে আপনার নামের প্রথম অংশ, শেষ অংশ ( পুরো নাম -"Md. Ismail Hossen" হলে প্রথম অংশে Md. Ismail, শেষ অংশে Hossen),  ইমেইল এড্রেস, মোবাইল নাম্বার, আপনার পছন্দসই ৬ ডিজিটের পাসওয়ার্ড, পরের ঘরে আবার একই ৬ ডিজিটের পাসওয়ার্ড(এই পাসওয়ার্ড মনে রাখবেন) , জেন্ডার থেকে মেল/ফিমেল সিলেক্ট, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, ২০১৯ সালে আপনি যে ক্লাসে ছিলেন তা সিলেক্ট করতে হবে, ক্যাটাগরি অপশনে কিছু করা লাগবে না, শিক্ষা প্রতিষ্ঠান এর পুরো ঠিকানা, বিভাগের নাম, জেলার নাম, উপজেলার নাম সিলেক্ট   করতে হবে।  সবকিছু লেখা শেষ হলে  Register Now বাটনে ক্লিক করবেন। 
ক্লিক করার পর আপনার ইমেইল বক্স চেক করার একটা বার্তা দেখাবে। 


স্টেপ ৪:
আপনার ইমেইল বক্স চেক করলে যে মেইল পাবেন, সেখানে নিম্নের ছবিতে প্রদর্শিত লিংকে মত একটা লিংক থাকবে এবং আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড(আপনি যেটি দিয়েছিলেন) এবং নিবন্ধন নাম্বার লেখা থাকবে। 
লিংকে ক্লিক করলে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে এইরকম একটা লেখা দেখাবে।  

এভাবেই আপনি ১৮তম গনিত উৎসব ২০২০ তে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।

পরবর্তী আপডেট জানতে একাউন্ট চেক করবেন।
.
#ধন্যবাদ


0 Comments